অর্থ সচিব হলেন নবাবগঞ্জের হেদায়েতুল্লাহ আল মামুন

    2246

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন অর্থসচিব হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন জনাব হেদায়েতুল্লাহ আল মামুন। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি নটর ডেম কলেজ থেকে ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। প্রশাসনে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এই জাঁদরেল আমলা এক নিভৃতচারী কবি, গীতিকার ও আবৃত্তিকার।

    ১৯৫৮ সালের ৫ই অক্টোবর ঢাকা জেলার নবাবগঞ্জের বর্ধনপাড়ার ছোট রাজাপুর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোঃ জালাল উদ্দীন মোল্লা ও মাতার নাম ফাতেমা খাতুন। নিউজ৩৯ এর পক্ষ থেকে দোহার – নবাবগঞ্জের এই কৃতি সন্তানকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন।

    আপনার মতামত দিন