অর্থ অনেকের থাকে জনসেবার মন থাকে কয়জনেরঃ আঃ মান্নান খান

823

বৃহস্পতিবার কাঁঠালিঘাটা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের মেম্বার আঃ মান্নান খান বলেছেন, অর্থ অনেকের থাকে কিন্তু জনসেবার মন থাকে কয়জনের, কিন্তু স্কুল সভাপতি মাসুম মিয়ার মত মন সবার থাকে না। মাসুম মিয়াকে তিনি ধন্যবাদ দিয়ে বলেন মাসুম আমার ছোট ভায়ের মত।তিনি অজপারা গায়ে একটি সুন্দর স্কুল দিয়ে অসংখ্য স্কুলবিমুখী ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করেছেন।

মান্নান খান আরো বলেন, বিত্তশালীরা যদি মাসুম মিয়ার মত এগিয়ে আসে তাহলে দেশে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে পড়বে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, এই স্কুল মাসুম মিয়ার বড় মনের পরিচয়। মাত্র ৪ বছরে তিনি ব্যক্তিগত ভাবে স্কুলটিকে যে ভাবে সাজিয়েছেন তা নজির বিহীন। আসলে দেশের সেবায়, জনসেবায় সবাইকে এভাবেই এগিয়ে আসতে হবে, আসাটা উচিত।

স্কুল সভাপতি মুক্তিযোদ্ধা মাসুম মিয়া তাদের ধন্যবাদ জানিয়ে বলেন,  স্কুলটি প্রায় ১.৫ কোটি টাকায় নির্মানাধীন দুইটি স্কুল ভবন,বিজ্ঞানাগার,লাইব্রেরী,নামাজের স্থান,মাঠ ভরাট করা হয়েছে। অতি স্বল্প সময়ে এই অঞ্চলে স্কুলটি সুনাম অর্জন করেছে। তাই ইতিমধ্যে স্কুলে ৬৫০ জ শিক্ষার্থী রয়েছে।

আপনার মতামত দিন