অরঙ্গাবাদে প্রকাশ্য-অবাধে চলছে মাদক ব্যবসায়

334

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ দোহারের পশ্চিমে মানিকগঞ্জের সীমানা এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা। নয়াবাড়ী ইউনিয়নের অরঙ্গবাদ ও মানিকগঞ্জের ধূলসূড়ায় প্রতিদিন লাখ লাখ টাকার গাঁজা বিক্রি হয়। এই গাঁজার প্রধান ক্রেতা হল কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র ও বেকার যুবকরা।

আর এই গাঁজার টাকা সংগ্রহের জন্য এরা নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে, এসবের মধ্যে রয়েছে জুয়া খেলা , চুড়ি ও মাছ ধরার ট্রলারে সহ অন্যান্য যায়গায় চাঁদাবাজী।

অরঙ্গাবাদ এবং ধূলসূড়ায় মাদক ব্যবসায়ের জড়িত প্রায় কয়েক শত লোক। এর মাঝে  উল্লেখযোগ্য সংখ্যক মহিলাও আছে। যেমন তাদের মধ্যে একজন হলেন ‘দেলোয়ারের মা’ যাকে ‘পাগলীর মা’ বলেই চিনে গাঁজা ক্রেতারা।

এদিকে ধূলসূড়ায় উন্মুক্ত ভাবে বিক্রি হচ্ছে বাংলা মদ। প্রতি লিটার মদ এখানে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়, নিয়মিত ক্রেতারা কিছুটা কম মূল্যে পায় এই মদ। গাঁজা দিয়ে বানানো সিগারেট বিক্রি হয় ২০ টাকা। যে কেউ এখান থেকে মদ কিনে নিতে পারে, কোনো ধরণের বিধি নিষেধ নেই।

এলাকাবাসীর অভিযোগ এর পেছনে রয়েছে স্থানীয় নেতাদের হাত। তাদেরই ছত্রছায়ায় এসব কর্মকান্ড চলে।

অন্য খবর  ডা. রোকনের গ্রামবাসী বিস্মিত

প্রশাসন এখানে পুরোপুরি উদাসীন। পুলিসের জ্ঞাতসারেই হয় এই ব্যবসা। পুলিসকে কখনো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় নি।

আপনার মতামত দিন