অবৈধ ব্যাংকিং ও মিথ্যা প্রলোভন থেকে সতর্ক থাকুন

349

লক্ষ্য করা যাচ্ছে যে, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে পরিচালিত এবং সমবায় সমিতি বর্ণনাধারী কতিপয় প্রতিষ্ঠান অবাস্তব উচ্চ মুনাফার (কোনো কোন প্রতিষ্ঠান মাসিক ১০%-১৬% সুদের হার কিংবা দশ মাসে দ্বিগুন লাভ) প্রলোভন দেখিয়ে সরল বিশ্বাসী জনসাধারণের নিকট থেকে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে।

উল্লেখ্য, এ ধরনের ব্যাংকিং লেনদেনের অনুরূপ কার্যক্রমের অনুমোদন বাংলাদেশ ব্যাংক প্রদান করেনি এবং সেকারণেই তা সম্পূর্ণ বেআইনী। এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটি অভিনয় এমএলএম পদ্ধতিতে সংগৃহীত আমানত ও মূলধন সুকৌশলে গ্রুপভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান ও প্রকল্পে অথবা নিজেদের হিসাবে স্থানান্তর করছে।

তাছাড়া, ইন্টারনেট ভিত্তিক অবাস্তব মুনাফা বা নানা ধরনের পুরষ্কার জয়ের প্রলোভন ভিত্তিক আকর্ষনীয় প্রচারণাও আজকাল চোখে পড়ছে। অবাস্তব উচ্চ মুনাফার লোভে বিনিয়োগ করলে প্রতারিত ও নিঃস্ব হওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি বিধায় এরূপ প্রতিষ্ঠানের সাথে যে কোন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আপনার মতামত দিন