অবৈধ ড্রেজার ধ্বংসে দোহার উপজেলা প্রশাসনের অভিযান

114
দোহার

ঢাকা জেলার দোহার উপজেলায় জয়পাড়া বাজারের কাছে লটাখোলায় অবৈধ ড্রেজার ধ্বংসে অভিযান চালিয়েছে দোহার উপজেলা প্রশাসন। ১৮ মে সোমবার লটাখোলা ব্রিজের পাশে অবৈধভাবে খালের মাটি কেটে কৃষি জমির ভাঙ্গন রোধে দোহার থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময়ে তিনটি ড্রেজার মেশিন তাৎক্ষণিক ভাবে খাল থেকে সরিয়ে জব্দ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অপরাধ ১৫(১) ধারায় ২ জন অবৈধ বালু ব্যবসায়ীকে ৬০০০০/- ষাট হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে প্রায় ৩০০ ফিট ড্রেজার পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয় ।একইসাথে ভবিষ্যতে এধরনের অপরাধ করলে সর্বোচ্চ দন্ড প্রদান করা হবে বলে মুচলেকায় সতর্ক করা হয়।

বেলা ১ টা হতে ৫ টা পর্যন্ত ৪ ঘন্টা টানা অভিযান পরিচালনা করা হয়। এতে এলাকাবাসী ও খালের পাড়ের মানুষ স্বস্তি পায় এবং উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানায়। খালকে রক্ষা করতে অভিযান চলমান থাকবে বলে জানান প্রশাসন।অভিষানে অংশ নেন দোহার থানার এস আই মাসুদসহ পুলিশ সদস্যগন।

আপনার মতামত দিন