ঢাকার দোহার উপজেলায় পৌরসভার যানযট নিরসনকল্পে টোল আদায়ের নামে সড়কে অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছিলো একটি মহল। যার ফলে সৃষ্ট যানযটে ভোগান্তি পোহাতে হয়েছে চালক, যাত্রী, পথচারী ও শিক্ষার্থীদের।
আজকের প্রত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের এক জরুরি সভায় অটোরিকশা থেকে টোল আদায় ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত টোল আদায় স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম জানান, সড়কে যানজট নিরসনের নীতিমালা অনুসরণ করে এক জরুরি সভায় পৌর টোল আদায় ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আপাতত টোল আদায় স্থগিত থাকবে।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, মাননীয় সাংসদ দোহার-নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের নজরে আসলে তার নির্দেশে জরুরি সভায় টোল আদায় বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)