কমিটি নিয়ে দীর্ঘ বিতর্কের পরে জয়পাড়া মডেল পাইলট স্কুলের জন্য অবশেষে ঢাকা শিক্ষা বোর্ড গত ২২ জুন মনোনীত এডহক কমিটির সভা অনুষ্ঠিত হল । শিক্ষক, অভিভাবক সবার আশাবাদ দীর্ঘদিন পর শিক্ষকেরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন, এক সময় দোহার উপজেলার সেরা এই স্কুল আবারও হারানো গৌরব ফিরে পাবে। এছাড়া প্রধান শিক্ষকসহ নানা বিতর্কেরও ধীরে ধীরে প্রশমিত হবে।মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রক্রিয়ায় স্কুলটি শীঘ্রয় জাতীয়করণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষক, ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী। এডহক কমিটির সদস্যরা হলেন সভাপতি- মোঃ আলমগীর হোসেন- উপজেলা চেয়ারম্যান, দোহার, সাজ্জাত হোসেন সুরুজ- অভিভাবক সদস্য, জহিরুল ইসলাম- শিক্ষক প্রতিনিধি, প্রধান শিক্ষক।
এ কমিটি আগামি ছয় মাসের মধ্য একটা নির্বাচন করে নতুন কমিটি করে দেবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত দিন