অপহরণের অভিযোগে মেঘুলা বাজার সেক্রেটারি আটক

1039

জুবায়ের শরীফঃ দোহারে এক কিশোরীকে অপহরণের অভিযোগে মেঘুলা বাজার সাধারণ সম্পাদক বাহালুল শিকদারকে আটক করেছে দোহার থানা পুলিশ। শনিবার রাতে এএসআই ইব্রাহিমের নেতৃত্বে তাকে মেঘুলা থেকে আটক করা হয়। নবম শ্রেণির এক কিশোরীকে অপহরণে মদদ দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এই ব্যাপারে নিউজ৩৯ এর এই প্রতিবেদককে দোহার থানা পুলিশের এস আই সৌমেন  বলেন, তিনি একজন ওয়ারেণ্টভুক্ত আসামী। তাকে নারী ও শিশু নির্যাতন ৭/৩০ এর ধারায় আটক করা হয়। রবিবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।

আপনার মতামত দিন