অনুবাদ কার্যক্রম বন্ধ বাংলাদেশ পর্তুগাল দূতাবাসের

327

ইতালী আগামী ১৭ ই মার্চ ২০১৭ হতে দূতাবাস কর্তৃক সকল ধরনের অনুবাদ সেবা কার্যক্রম বন্ধ করার সিধ্বান্ত নিয়েছে পর্তুগালের লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস। আইনগত জটিলতার কারণে এই সেবা কার্যক্রম বন্ধের জরুরী এক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ দূতাবাস লিসবন।

গত ২৮ শে ফেব্রুয়ারি লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের স্বাক্ষরিত জরুরী এক বিজ্ঞপ্তিতে অনুবাদ সেবা বন্ধের ব্যাপারে জানানো হয়। তবে কবে নাগাদ আবার অনুবাদ সেবা কার্যক্রম চালু হবে সেব্যাপারে নির্দিষ্ট কোনও তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেনি দূতাবাস কর্তৃপক্ষ।

দূতাবাসের অনুবাদ সেবা কার্যক্রম বন্ধ হবার বিজ্ঞপ্তি দূতাবাসের ফেইসবুক পাতায় দেখতে পেয়ে পর্তুগালের বাঙলীপাড়া বলে খ্যাতি মাতৃ মনিজের রুয়া দো বেনফোরমোসোর বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশী হতাশা প্রকাশ করেন, এ নিয়ে ভবিষ্যতে অভিবাসীদের ভিন্ন ভিন্ন অনুবাদ প্রত্যয়নের জন্য বিপাকে পড়তে হবে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করেন।

 

আপনার মতামত দিন