অটো দুর্ঘটনার শিকার ডিএনএসএম ও নিউজ৩৯ পরিবার

278

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল নিউজ৩৯ ও দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের ৮ জন সদস্য। বৃহস্পতিবার ফুলতলা থেকে আসার সময় নগর পরিবহনের একটা বাস নিউজ৩৯ ও ডিএনএসএম এর সদস্যদের নিয়ে আসা একটি ব্যাটারি চালিত অটোকে ধাক্কা দেয়। এসময় অটোটির সামনের গ্লাস পুরোপুরি ভেঙ্গে যায় এবং ড্রাইভার আহত হয়।

এসময় অটোতে নিউজ৩৯ এর সম্পাদক ও ডিএনএসএমের কার্যকরী পরিষদের সদস্য তারেক রাজিব, নিউজ৩৯ এর এক্সিকিউটিভ এডিটর, বাংলাদেশ সুপ্রিমকোর্টের এডভোকেট ও ডিএনএসএমের কার্যকরী পরিষদের সদস্য আব্দুল্লাহ আবু সাইদ, নিউজ৩৯ এর সিনিয়র রিপোর্টার আছিফুর রহমান, ডিএনএসএমের কার্যকরী পরিষদের সদস্য শাহরিয়ার, অভিষেক পাল অন্তু, জাকির হোসেন, সাগর রায়, আকরাম হোসাইন।

এসময় অটোতে থাকা আকরাম হোসাইন, জাকির হোসেন, সাগর রায় অল্প আহত হন। এবং অটো চালক হাতে ব্যাথা পান। এসময় নগর পরিবহনের পক্ষ থেকে অটো চালককে নগদ পনেরশত টাকা ক্ষতিপুরণ দেয়া হয়। 

আপনার মতামত দিন