অগ্রহায়ণের শেষ বৃষ্টিতে দোহার-নবাবগঞ্জ-কেরাণিগঞ্জে যাতায়াত ও জন-জীবনে দুর্ভোগ

536

শাকিল আহমেদ, নিউজ৩৯ঃ নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকেই সারাদেশে গুরি গুরি বৃস্টি শুরু হয়েছে । সেই ধারাবাহিকতাই বৃষ্টি হচ্ছে দোহার- নবাবগঞ্জে-কেরাণনীগঞ্জেও।  শনিবার ও রবিবার সরেজমিনে ঘুরে দেখা যায় দোহার নবাবগঞ্জ এর রাস্তাঘাট প্রায় শুনশান নীরব। যানবাহন এর সংখ্যাও হাতে গোনা। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি কম।

কিন্তু সবথেকে বেশি দুর্ভোগের শিকার মাধ্যমিক বিদ্যালয়ের পরিক্ষার্থীরা। পরিক্ষার্থীদের সাথে কথা বলার সময় তারা জানায় যে তাদের পরিবহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বিশেষ করে কাচামাল পণ্যের ব্যবসায়ীদের ক্ষতির পরিমান বেশি। আবার বৃষ্টির কারনে বন্ধ রেখেছে ব্যবসায় প্রতিষ্ঠান।

নিউজ৩৯ এর পক্ষ থেকে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় আগামীকাল সোমবারের মধ্যে নিম্নচাপের প্রভাব কমে আসায় আবহাওয়া স্বাভাবিক হবে। আর ২/১ দিনের মাঝেই কমবে তাপমাত্রা, বাড়বে শীতের প্রকোপ।

আপনার মতামত দিন