অগ্নিকান্ডে নিহতের পরিবারের পাশে নির্মল রঞ্জন গুহ

246
অগ্নিকান্ডে নিহতের পরিবারের পাশে নির্মল রঞ্জন গুহ

দোহার উপজেলার দক্ষিন জয়পাড়া ( খাড়াকান্দা) টি এন্ড টি রোডের বাক প্রতিবন্ধী ধীরেন সাহার বাড়ীতে গত পরশু মর্মান্তিক অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে নিহত তার প্রতিবন্ধী মেয়ে নিপা সাহা মৃত্যুবরন করেন। এতে তার ঘড় বাড়ি সহ মাথা গোঁজার সবকিছু বিলীন হয়ে যায়। ৩০ আগস্ট রবিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ১০,০০০/- টাকা এবং ঘড় তোলার জন্য এক বান ঢেউটিন প্রদান করেন। দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে,এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিনের সভাপতি জনাব মাহাবুব বেপারী,দক্ষিনের সহ- সভাপতি জনাব শহীদ চৌধুরী, মইনুল হাসান (শিমুল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান( হাবীব), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বন্ধুবর আনোয়ার চোকদার,পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের শেখ সেন্টু ,পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান হোসাইন, পৌরসভার আরেক দক্ষ সংগঠক মারুফ চৌধুরী সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন,এ সময় স্থানীয় এলাকার অ্যাড. রনজিত সাহা,গয়ানাথ সাহা, নিত্যানন্দ সাহা,পবিত্র পাল, বিষ্ণুপদ সরকার, বাসুদেব মালাকার, দুলাল মালাকার,আলম চাচা সহ যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন