৪৮ ঘণ্টার অবরোধ ঘিরে নয়াপল্টনে সতর্ক অবস্থানে পুলিশ

14
৪৮ ঘণ্টার অবরোধ ঘিরে নয়াপল্টনে সতর্ক অবস্থানে পুলিশ

ঢাকা: সরকার পতনের একদফা দাবিতে বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টার অবরোধ ঘিরে রাজধানীর নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

দ্বিতীয় ধাপে রোববার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হয়, যা চলবে আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

এ ধাপে অবরোধের প্রথম দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার সকাল ৯টায় নয়াপল্টনে গিয়ে দেখা যায়, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রিকশাসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। নেতা-কর্মীদের কোনো ধরনের মিছিল বা রাস্তা অবরোধের ঘটনা দেখা যায়নি। বিএনপি কার্যালয়ের মূল গেটে তালা ঝুলতে দেখা গেছে।

নয়াপল্টনে দায়িত্বপালনকারী ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (পেট্রোল) মো. মিজানুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ ঘিরে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নয়াপল্টনে যাতে এমন কোনো ঘটনা না ঘটে এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি।

এদিকে দ্বিতীয় ধাপের অবরোধের শুরুতেই রাজধানীর ডেমরা, শ্যামপুর ও মিরপুরে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

অন্য খবর  রাজধানীতে দু’দলের সমাবেশ : বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

 

আপনার মতামত দিন