Warning: exif_imagetype(https://news39.net/wp-content/uploads/2024/03/1024px-জাতীয়_স্মৃতি_সৌধ_-_The_National_Martyrs_Monument_of_Bangladesh-300x169.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 400 Bad Request in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3332

Warning: file_get_contents(https://news39.net/wp-content/uploads/2024/03/1024px-জাতীয়_স্মৃতি_সৌধ_-_The_National_Martyrs_Monument_of_Bangladesh-300x169.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 400 Bad Request in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3352

২৫মার্চ গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ

গণহত্যা দিবস পালনের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কর্মসূচির মধ্যে আরও রয়েছে- ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল সাড়ে ১০টায় গণহত্যা দিবসের ওপর আলোচনাসভা। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।

আপনার মতামত দিন
error: Content is protected !!