২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, তবে থাকবে না সরকারি ছুটি

6

ডেস্ক রিপোর্টারঃ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের স্মরণে সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। তবে এদিন কোনো সরকারি ছুটি থাকবে না বলে নিশ্চিত করা হয়েছে।

সরকার সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে, যেখানে জানানো হয়েছে যে, দিনটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অর্থ হলো, এটি রাষ্ট্রীয়ভাবে পালিত হবে, কিন্তু কর্মদিবস হিসেবেই থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত পরিপত্র অনুযায়ী, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করবে। তবে এটি সরকারি ছুটি ব্যতীত একটি জাতীয় দিবস হিসেবে পালিত হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানান, ‘‘সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার এই দিনটিকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে। তবে সরকারি ছুটি না থাকলেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হবে।’’

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় এক বেদনাদায়ক হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনার ফলে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাষ্ট্রীয়ভাবে দিনটিকে স্বীকৃতি দেওয়ার ফলে শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগকে যথাযথ সম্মান জানানো হল।

আপনার মতামত দিন