১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু

30
১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে ২২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করা হচ্ছে।

উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটের আগের দিন নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে ৪১৮ প্লাটুন বিজিবি। সেই সঙ্গে উপজেলা নির্বাচনের ব্যালট বাক্সের নিরাপত্তাসহ ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে আনসার-ভিডিপির দেড় লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।

দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার।

সবশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হয় পাঁচ ধাপে।

আপনার মতামত দিন