হেলমেট না থাকলে মিলবে না তেল—এমন নির্দেশনা জারি করবে সরকার

11
হেলমেট না থাকলে মিলবে না তেল—এমন নির্দেশনা জারি করবে সরকার

সারা দেশে মোটরসাইকেলের চালক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করতে যাচ্ছে সরকার আজ বুধবার সকালে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় কথা জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ১৯৮৩ সালের আইনে ৪২ বার সভা হলেও ২০১৭ সালের আইনের পর এটিই প্রথম সভা।

 

মন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণে নিতে পেরেছি এখন মোটামুটি সবাই হেলমেট পরে কিন্তু ঢাকার বাইরেও একটা পলিসি নেওয়া দরকার ডিসিএসপিদের জানাতে হবে, যদি মোটরসাইকেল চালকদের কাউকে হেলমেটবিহীন অবস্থায় পাওয়া যায়, তবে তাদের ফুয়েল দেওয়া হবে না৷ পুরো বাংলাদেশে নিয়ম জারি করতে হবে নীতিতে সিদ্ধান্ত নিতে হবে ’ 

সড়ক সেতু মন্ত্রণালয়ের সচিব বি এম আমিন উল্লাহ নূরী, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন

আপনার মতামত দিন