হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জন গ্রেফতার

17
হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জন গ্রেফতার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এখন পর্যন্ত এ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হলো।

আজ সোমবার গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন সোয়াইব মোল্যা, বায়েজিদ মোল্যা, মো. সাব মিয়া, মো. হুমায়ুন কবির ওরফে প্রিন্স ও মো. সাইফুল ইসলাম সজল। গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে হামলার শিকার হন হিরো আলম। ওই ঘটনার পরদিন ১৮ জুলাই দুপুরে হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। শুরুতে বনানী থানা পুলিশ আলোচিত এই মামলার তদন্ত করলেও পরবর্তীতে ডিএমপির গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের কাছে মামলাটি হস্তান্তর করা হয়।

অন্য খবর  করদাতাদের ওপরই এনবিআর বেশি চাপ দিচ্ছে: সালমান এফ রহমান

 

আপনার মতামত দিন