হিরো আলমকে অভিনেতা মনে করি না: দীঘি

210

আমার অপছন্দের শিল্পী হিরো আলম। আসলে ওকে অভিনেতা বলা যায় না, অভিনেতা হিসেবে ধরিও না! ওর নামের আগে হিরো শব্দটা যুক্ত করে রেখেছে। আসলে আমি এ বিষয়ে কথাই বলতে চাই না। আমি কাউকে অপছন্দ করব না। আমি মোটামুটি কমবেশি সবার সঙ্গেই কাজ করেছি। আর অভিনেতা শব্দটা অনেক ভারি শব্দ। এটা সবাইকে বলা যায় না। নায়ক/হিরো সহজে হওয়া যায়, কিন্তু অভিনেতা সবাই হতে পারে না। কিছু কিছু পাবলিক নামের আগে হিরো বসিয়ে ফেলে এবং হিরো হয়ে যায়।’—হিরো আলমকে নিয়ে এভাবেই মন্তব্য করেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

এদিকে হিরো আলম দীঘির মন্তব্য এড়িয়ে যাননি। এক ভিডিওতে এর কড়া জবাব দিয়েছেন। বিষয়টি নিয়ে হিরো আলম বলেন, ‘আমি কারো বিরুদ্ধে লাগি না। আপনারা জানেন চিত্রনায়িকা দীঘি আমাকে নিয়ে কী মন্তব্য করেছেন! যে শিল্পী আরেকজন শিল্পীকে অসম্মান করে কথা বলে সে কোনোদিন শিল্পী হতে পারে না। আমি কারো দয়া কিংবা করুণায় এ জায়গায় আসিনি। আমাকে কেউ এ জায়গায় আনেওনি, নিজের যোগ্যতায় এসেছি।’

অনেকটা আক্ষেপের সুরে হিরো আলম বলেন, ‘দীঘির কী ক্ষতি করছি যে, আমার নামে এইসব কথা বলল! আমি নিজের টাকা দিয়ে সিনেমা বানাইছি। যা করছি নিজের যোগ্যতায়। দীঘি আমাকে নিয়ে এই কথা বলার সাহস পায় কীভাবে? আপনাদের (সাংবাদিকদের) কাছেই আমার প্রশ্ন রইলো। দীঘি নিজের সিনেমা প্রচার না করে অপপ্রচার চালাচ্ছেন। দীঘিকে সিনেমায় নিয়ে প্রযোজক পরিচালক কি অপরাধ করেছেন?’

আপনার মতামত দিন