নয়াবাড়ীতে চেয়ারম্যান পদে শামিম আহমেদ হান্নান নির্বাচিত

441
সংবাদ

বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে নয়াবাড়ী ইউনিয়নে শামিম আহমেদ হান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৪,৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুর রহমান কামাল পেয়েছেন ২,৪৬৫ ভোট।

অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটসংখ্যা:
আবদুর রহমান পত্তনদার      ৬০ ভোট
নিশথ রঞ্জন গুহ                  ২,২২২ ভোট
মোল্লা হাবিবুর রহমান          ৮৫৪ ভোট
সোহরাব হোসন তালুকদার  ১৬৯ ভোট

আপনার মতামত দিন