হাত থেকে কুরআন শরিফ পড়ে গেলে কী করবেন ?

64
হাত থেকে কুরআন শরিফ পড়ে গেলে কী করবেন ?

প্রশ্ন: গ্রামগঞ্জে প্রচলন আছে যে, কারও হাত থেকে অনিচ্ছাকৃতভাবে কুরআন শরিফ পড়ে গেলে কুরআন শরিফের ওজন পরিমাণ চাল, গম বা এজাতীয় কোনো কিছু সদকা করতে হয়। জানতে চাই, প্রচলনটি কি শরীয়তসম্মত?

উত্তর: কুরআন মাজীদের কপি হাত থেকে পড়ে গেলে তার ওজন পরিমাণ চাল, গম বা এজাতীয় কোনো কিছু সদকা করার বিধান শরীয়তে নেই। তাছাড়া কুরআন মাজীদ ওজন করাও এক ধরনের বেয়াদবী। তাই এমনটি করা যাবে না।

বরং ভুলে কখনো কুরআন মাজীদের কপি হাত থেকে পড়ে গেলে তখন তাওবা-ইস্তিগফার করে নেবে এবং ভবিষ্যতে সতর্ক থাকবে, যেন এমনটি না হয়।

আর সম্ভব হলে এমনিতেই সাধ্য অনুযায়ী কোনো কিছু সদকা করতে পারে। এটি বাধ্যতামূলক নয়। বরং যে কোনো ক্ষেত্রেই সদকা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যম।

সূত্র: ফাতাওয়া রশীদিয়্যাহ, পৃ. ৫৯৮

আপনার মতামত দিন