হটলাইনে ফোন করলেই মিলছে খাদ্য সামগ্রী

126
দোহার উপজেলা প্রশাসনের হটলাইনে ফোন করে খাদ্য সামগ্রী পেল দোহার উপজেলার অনিক হোসেন নামে এক ব্যক্তির পরিবার। এছাড়াও হোম কোয়ারেন্টিনে রয়েছে এমন কয়েকটি বাড়িতে নিজ দায়িত্বে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে দোহার উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসের কারনে দোহার উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কাজ হারিয়ে অসহায় জীবনযাপন করছে। অভাব অনটনে কাটছে তাদের প্রতিটি মূহুর্ত। কিন্তু উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা জনমানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে। এমনটাই জানিয়েছেন দোহারের সাহেব বাজার সংলগ্ন আব্বাস আলী শিশু একাডেমির পাশে বসবাসকারী এক ব্যক্তি।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের হটলাইনে যোগাযোগ করলে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবা নিজ দায়িত্বে এক পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করে।
এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবা বলেন, হটলাইনে ফোন করা ব্যক্তিদের বাড়িতে গিয়ে আমরা খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ সহায়তা করছি। এছাড়া যারা হোম কোয়ারেন্টিনে রয়েছে তাদের বাসায় আমরা নিজ দায়িত্বে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি।
এই কঠিন সময়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে অসহায় পরিবারের মুখে হাসি ফোটে।
আপনার মতামত দিন