সৌদি আরবে ঈদ কবে, তা আজ (১৮ জুন) জানা যেতে পারে। হিজরি জিলকদ মাসের আজ ২৯তম দিন হওয়ায় দেশটির সুপ্রিম কোর্ট পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ উপলক্ষ্যে স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরব ও আমিরাতসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠক করবে।
সৌদির আদালত এক ঘোষণায় জানিয়েছে, খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে আজ চাঁদ দেখা গেলে, নিকটতম আদালতে জানানোর অনুরোধ করা হয়েছে।
আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। কিন্তু এ বছর ৩০ দিন পূর্ণ হয়ে গেলে ২০ জুন পালিত হবে জিলহজ। ফলে, আজ সৌদিতে চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
আপনার মতামত দিন