দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামে হামলা চালিয়ে জমি দখলের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে দোহার থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন— মধুরচর গ্রামের আব্দুস সালাম (৫০), আলম মাদবর (৫০), আতাহার (৩৮), কিতাব আলী (৫০) ও দুদু মিয়া (৪৫)। এর মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বিবরণ ও থানা সূত্রে জানা যায়, সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামের মো. জয়ধর আলী পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি আদালতের ডিক্রি পেয়ে ভোগদখল করছেন। তবে গত শুক্রবার মধুরচর গ্রামের আব্দুস সালাম, আলম মাদবর, আতাহার, কিতাব আলী ও দুদু মিয়া (৪৫) দলবল নিয়ে জয়দর আলীর কাছে ১ লাখ টাকা টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা জয়ধরের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সেদিনই দোহার থানায় মামলা করেন জয়ধর আলী। পুলিশ অভিযান চালিয়ে আতাহার ও কিতাব আলীকে আটক করে আদালতে সোপর্দ করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম নিউজ৩৯কে জানান, হামলা করে জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আব্দুস সালাম ও আলম মাদবরের বিরুদ্ধে দোহার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে।