সালমান এফ রহমানের মনোনয়নপত্র বৈধ

166

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ রবিবার দুপুর সাড়ে বারোটায় তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। দুপুর সাড়ে বারোটায় ঘোষনা করা এই ঘোষনার সময় সালমান এফ রহমানের পক্ষ থেকে তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

২০০১ সালের পর ভোটের মাঠের লড়াইয়ে সালমান এফ রহমান। সেবার মাত্র ২০০০ ভোটের ব্যবধানে পরাজয় বরন করেছিলেন তৎকালীন বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার কাছে। ১৭ বছর পর আবার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এই বর্ষিয়াব ব্যবসায়ী নেতা।

আপনার মতামত দিন