সালমান এফ রহমানের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করলেন দোহার উপজেলা চেয়ারম্যান

    561

    তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র কেনার ধুম পড়ে গেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা-১ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী দলীয় সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন।

    শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটে এ মনোনয়ন পত্র কেনা হয়। তার পক্ষ হতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি-৩ থেকে মনোনয়নপত্র কিনেছেন তারই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সাধারন-সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সিনিয়র সহ-সভাপতি মো.জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি নুরুল হক বেপারী,আওয়ামীলীগের উপ-কমটিরসহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সোহাগ প্রমুখ।

    আপনার মতামত দিন