সাভারে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৫

507

সাভারে জোর করে এক খ্রিস্টানের জমি দখলের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে সাভার সদর ইউনিয়নের মিটন গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিটন গ্রামের খ্রিস্টান ব্যবসায়ী জোসেফ পালমার দুই একর ২০ শতাংশ জমি দখল করার চেষ্টা করে একই এলাকার সন্ত্রাসী নুরুল হক গং। এ সময় নুরুল হক গংয়ের ভাড়াটে সন্ত্রাসীরা ওই খ্রিস্টান ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা এ সময় ওই বাড়ির কয়েক হাজার টাকার কাঁঠাল ও আম লুটপাট করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় খ্রিস্টানদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন সাভার থানার এসআই ফরিদ শেখ।

 

আপনার মতামত দিন