গতকাল বৃহস্পতিবার ভোররাতে সাভারের দক্ষিণ রাজাসন এলাকার টেইলার্স ব্যবসায়ী রেজাউল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পুলিশ জানায়, রাজাসন এলাকায় ভোররাতে ওই ব্যবসায়ীর তিন তলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ৮ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি ক্যামেরাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটপাট করে। এ সময় ব্যবসায়ী রেজাউল করিম ও তার স্ত্রী সুফিয়া আক্তারকে পিটিয়ে আহত করে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতরা ওই বাড়ির ফ্রিজ থেকে ফলমূল ও রান্না করা খাবারও খেয়ে যায়। এ ছাড়া রাজাসন এলাকার মোহাম্মদ আলী নামের আরেক বাড়ি থেকে প্রায় এক লাখ টাকার মালামাল লুটপাট করে ডাকাতরা। ডাকাতি হওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সুমন বলেন, ডাকাতি হওয়ার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।