সাভারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

460

সাভারে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে তুরাগ নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশ।

আপনার মতামত দিন