সাংবাদিক শামীম আরমানের মাতার ইন্তেকাল

153

সাপ্তাহিক প্রিয় বাংলা’র স্টাফ রিপোর্টার, দৈনিক মানবজমিনের দোহার  প্রতিনিধি ও চ্যানেল টুয়েন্টিফোর এর ঢাকা দক্ষিণ প্রতিনিধি শামীম আরমানের ‘মা’ সখিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। সখিনা বেগম মৃত খোরশেদ আলমের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ আগে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় সখিনা বেগমকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তাঁর অবস্থার আরও অবনতি হলে তাকে ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেণ।

সাংবাদিক শামীমের মায়ের মৃত্যুতে নিউজ৩৯ পরিবারসহ দোহারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আপনার মতামত দিন