সাংবাদিক আছিফুরের পিতার পরলোকগমণে আমরা গভীরভাবে শোকাহত

279

নিউজ৩৯ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আছিফুর রহমানের পিতা আঃ মান্নান পত্তন্দার (৭০) বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৯ টায় তার নিজ বাসস্থান ধোয়াইর মাদ্রাসা সংলগ্ন বাড়ীতে ইন্তেকাল করেছেন।

ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ তিনি জয়পাড়াতে চোখের ডাঃ দেখিয়েছেন। আগামী সোমবার তার চোখের অপারেশন হওয়ার কথা ছিলো।

আমরা নিউজ৩৯ পরিবার নিজেরাসহ আপনাদের নিকট তার জন্য দোয়া ও আত্মার মাগফেরাত কামনা করছি; একই সাথে শোকার্ত পরিবার যেন শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন ও আল্লাহ রাব্বুল আলামীন তাদের এই শোক সহ্য করার তওফিক দান করুন। আমীন।

আপনার মতামত দিন