সমালোচনা হতে হবে দেশের কল্যাণে, এতে দেশের ক্ষতি যেন না হয় সেদিকে নজর রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১০ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের আর্থিক সহায়তা ভাতা ও অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেছে। অনেক সাংবাদিক ও রাজনীতিবিদ রয়েছেন, যারা ব্যবসা-বাণিজ্য কিছুই করেন না। অবসরের পর তারা কীভাবে চলবে সেটাও চিন্তার বিষয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সাংবাদিকরা যাতে কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারে সে বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। তাছাড়া ইলেক্ট্রনিক মিডায়ার কর্মীদের ওয়েজবোর্ডের আওতায় আনা হবে।
আপনার মতামত দিন