সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালমা ইসলাম

527

সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করলে সাম্য ও ভ্রাতৃত্ব তৈরি হবে। কোনো দাঙ্গা-ফ্যাসাদ, সামাজিক সম্প্রীতিকে বিনষ্ট করতে পারবে না। মঙ্গলবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট বক্সনগর শ্রীশ্রী মা রক্ষা কালীমন্দিরে অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।

গোপাল রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সালমা ইসলাম এমপি বলেন, ‘সমাজের সুষ্ঠু সংস্কৃতি লালনে যার যার ধর্ম সে সঠিকভাবে পালন করবে এটা সামাজিক সহাবস্থানের চিত্র। স্বাধীন ও সুষ্ঠুভাবে যে কোনো উৎসব পালনে একে অপরকে সহযোগিতা করা উচিত।’

সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এমপি বলেন, ‘আগামী ইউপি নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন যাতে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। কারণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় প্রতিনিধির গুরুত্ব অনেক।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান, অষ্টকালীন উৎসবের সাধারণ সম্পাদক গয়নাথ রাজবংশী, বক্সনগর ইউপি সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া প্রমুখ।

আপনার মতামত দিন