সদ্য বিদায়ী ইউএনওর সাথে নিউজ৩৯ ও ডিএনএসএমের বিদায়ী সাক্ষাৎ

171
সদ্য বিদায়ী ইউএনওর সাথে নিউজ৩৯ ও ডিএনএসএমের বিদায়ী সাক্ষাৎ

সদ্য বিদায়ী দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছে নিউজ৩৯ ও দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট। আজ দুপুর সাড়ে বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে তার সাথে এই সৌজন্য সাক্ষাৎ করা হয়।

সদ্য বিদায়ী দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সাথে বিদায়ীও সাক্ষাৎ করার জন্য আজ সাড়ে বারোটায় তার কার্যালয়ে উপস্থিত হয় নিউজ৩৯ ও ডিএনএসএম। এই সময় আফরোজা আক্তার রিবার সাথে সোউজন্য মুলক আলাপ ও তার হাতে ফুল তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এই সময় আফরোজা আক্তার রিবা নিউজ৩৯ ও ডিএনএসএমের কার্যক্রমের প্রশংসা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই সময় উপস্থিত ছিলেন নিউজ৩৯ এর সম্পাদক ও ডিএনএসএমের সভাপতি তারেক রাজিব, ডিএনএসএমের সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন, নিউজ৩৯ এর চিফ নিউজ রিপোর্টার ও ডিএনএসএমের দপ্তর সম্পাদক আছিফুর রহমান, নিউজ৩৯ এর স্টাফ রিপোর্টার জুবায়ের শরিফ, নিউজ৩৯ এর স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম, নিউজ৩৯ এর স্টাফ রিপোর্টার আল আমিন, ডিএনএসএমের হাবিব, আজিম খান, আশিকুল গাজি, সেলিমসহ ডিএনএসএমের কর্মিরা।

অন্য খবর  দোহারে নিজস্ব অর্থয়নে রাস্তা মেরামতের কাজ শুরু করছেন ডাঃ জসীমউদ্দিন

সদ্য বিদায়ী ইউএনওর সাথে নিউজ৩৯ ও ডিএনএসএমের বিদায়ী সাক্ষাৎ

 

উল্লেখ্য আফরোজা আক্তার রিবা সদ্য পদোন্নতি পেয়ে গাজিপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন।

আপনার মতামত দিন