সড়ক দুর্ঘটনায় নুর আলীর মেয়ের মৃত্যু

524

আবু বকর, news39.net: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নবাবগঞ্জের মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার শিকাগো বিমানবন্দরের কাছে এক দুর্ঘটনায় তিনি মারা যান। নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির মেজ মেয়ে ছিলেন। যুক্তরাষ্ট্রেই জানাজার পর তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

আপনার মতামত দিন