সকলকে নিয়ে আমাদের এই দোহারঃ গ্যাডের ইফতারে এম এ রহিম

366

মংগলবার ঢাকা রমনাস্থ ইউরো এশিয়ান রেস্টুরেণ্টে  গ্যাড – গ্রাজ্যুয়েট এসোসিয়েশন অব দোহারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এটি ছিল যেন দোহারবাসীর মিলন মেলা। দোহারের বরেণ্য খ্যাতিমান ব্যাক্তিবর্গ দল-মত-রাজনীতি-ধর্ম-বর্ণ যেন এক হয়েছিলেন এক ছাদের তলে দোহারবাসী হিসাবে।

ইফতারে উপস্থিত ছিলেন গ্যাডের সকল সদস্য সহ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদ্বেষ্টা মেজর জেনারেল (অব) ডাঃ এ আর খান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান, মহাপরিদর্শক নিবন্ধন ড. খান মোঃ আব্দুল মান্নান,সিমবায়োসিস বাংলাদেশে প্রতিনিধি ডাঃ পাখি, বিশিষট রাজনীতিবীদ সুরুজ আলম সুরুজ, মনির হোসেন রানা, আতিক বাবুল, আনারকলি পুতুল,  গ্যাডের বর্তমান সভাপতি এম এ রহিম, সাধারণ সম্পাদক অধ্যাপক রোকেয়া পারভিন জুই, প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালিকুজ্জামান জুয়েল সহ বিশিষ্ট রাজনীতিবীদ, শিক্ষাবীদ, ব্যাবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষ।

সবাইকে স্বাগত জানিয়ে গ্যাডের সভাপতি এম এ রহম বলেন, আজ ই আমাদের ঈদ। আজ সবাই দোহারবাসী। আজ সবাই একসাথে নতুন প্রত্যয়ে দোহারকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নে এক সাথে। সেই স্বপ্ন স্বার্থক হোক, এগিয়ে যাক দোহার।

অন্য খবর  নবাবগঞ্জে চুরির গ্যাস সিলিন্ডারসহ ২ পিকআপ আটক

সবাইকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক রোকেয়া পারভিন জুই বলেন, এই একতাই আমাদের শক্তি। আই মিলন্মেলা দেখে আগামীর তরুনেরা দোহারের হাল ধরবে, এই দেশের বুকে তারা একটি উন্নত ও সমৃদ্ধ দোহার গরে তুলবে, ইনশাল্লাহ।

আপনার মতামত দিন