সংস্কৃতি ও খেলাধুলা সমাজকে ঐক্যবদ্ধ ও মাদক মুক্ত করে – নির্মল রঞ্জন গুহ

331

রবিবার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নে নৌকা বাইচ প্রতিযোগীতায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, সংস্কৃতি ও খেলাধুলা সমাজকে ঐক্যবদ্ধ ও মাদক মুক্ত করে। সামাজিক সম্প্রীতি টেকসই ও নৈতিক অবক্ষয় রোধ করতে নিয়মিত নৌকা বাইচ সহ খেলাধুলার আয়োজন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে বংগবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে। আসুন, সকলে এক হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইকবাল শিকদার লাবলু, নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম হান্নান, ধুলশুড়া ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন, জয়কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান, ডাঃ শামসুল আলম, আব্দুর রউফ, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান মৃধা।

 

আপনার মতামত দিন