শোল্লা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে আগুন: কাগজপত্র পুড়ে ছাই

542
শোল্লা ইউনিয়ন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোল্লা ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রে আগুন লেগে আসবাবপত্র ও সরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার শোল্লা ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রে এ অগ্নিকা- ঘটে।

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা খোকন চন্দ্র ঘোষ জানান, সকাল ৯টায় পরিষদে এসে তথ্য কেন্দ্রে আগুন দেখতে পাই। পরে স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ১০টি চেয়ার, একটি টেবিলসহ সরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এ বিষয় জানানো হয়।

শোল্লা ইউনিয়ন

শত্রুতা করে কেউ এ অগ্নিকান্ড ঘটিয়েছে বলে দাবি করে শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান জানান, তথ্য সেবা কেন্দ্রের বাহিরে পাটকাঠি পোড়ানো কিছু অংশ পাওয়া গেছে। তাছাড়া নৌকার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি বিধায় এটা অনেকেই মেনে নিতে না পেরে এই আগুন লাগিয়েছে।

নবাবগঞ্জ থানার এএসআই সুজন মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।

আপনার মতামত দিন