ডিএনএসএমের শীতবস্ত্র বিতরণ প্রকল্প: প্রথম ধাপে আসছে অর্ধ লক্ষ টাকার কম্বল

267

দোহারের নদী ভাঙ্গন কবলিত মানুষের কাছে শীত বস্ত্র পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছিল দোহারের তারুনদের প্লাটফর্ম ডিএনএসএম তার প্রথম ধাপে আজ ঢাকা থেকে অর্ধ লক্ষ টাকার কম্বল দোহারে এসে পৌছেছে।

দেশ বিদেশ থেকে অভূত পূর্ব সাড়া পাওয়া ডিএনএসএমের এই কার্যক্রমের প্রথম ধাপে আজ দোহারে এসে পৌছেছে এই কম্বল। 

ইতিমধ্য নদী ভাঙ্গন কবলিত মানুষদের কাছে শীত বস্ত্র পৌছে দেয়ার এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন দোহার নবাবগঞ্জের সর্ব স্তরের মানুষ। তারা আশা করেন পরবর্তীতে দোহার নবাবগঞ্জের অসহায় মানুষদের পাশে সব সময় ডিএনএসএম থাকবে। 

আপনার মতামত দিন