শিল্পখাতে বিনিয়োগে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান : সালমান এফ রহমান

76

সিলেটের শিল্পখাতে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। তিনি বলেন, সিলেটের প্রবাসীদের শিল্প-কারখানা নির্মাণে বিনিয়োগে আকৃষ্ট করতে দেশে থাকা স্বজনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বিকালে সিলেটের হোটেল নির্ভানা ইনে ‘শিল্প ও বাণিজ্যক্ষেত্রে উন্নয়নের এক দশক’ শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, প্রবাসী বিনিয়োগের পাশাপাশি সিলেটের যুবকদের দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সিলেটের ব্যবসায়ীদের জন্য তার দরজা সবসময় খোলা রয়েছে বলে জানান সালমান এফ রহমান।

আপনার মতামত দিন