শিলাকোঠা বিদ্যালয়ের প্রথমবারের মত ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

391

দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ১৭ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয় নি। নির্বাচন না হওয়ায় রাজনৈতিক ভাবে কমিটি গঠন করা হতো।

এবার ভোটার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশা করেন এই শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নের স্বার্থে নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর ও স্বচ্ছ কমিটি গঠন করা হোক। কিন্তু এবারও একটি মহল সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের প্রচেষ্টা করছেন।

একজন অভিভাবক সদস্য প্রার্থী মোরাদ হোসেন বলেন, “আমি পিছোনের দরজা দিয়ে কমিটিতে আসতে চাই না। আমরা নির্বাচন চাই।”

অভিভাবক সদস্য প্রার্থী জানে আলম খান বলেন, “এবারও সিলেকশনে কমিটি গঠনের প্রসেস চলছে যদি না হয় তবে আমি নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতা করবো।”

নির্বাচনের রির্টানিং অফিসার ও উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নি হোসেন বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি চলছে।

তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২০ জানুয়ারী মনোনয়নপত্র বিতরন ও জমা। ২০ জানুয়ারী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২৩ জানুয়ারী যাচাই-বাছাই এবং প্রত্যাহারের শেষ দিন। বৈধ ও চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৬ জানুয়ারী।

আপনার মতামত দিন