শিলাকোঠা থেকে ওয়ারেন্ট ভুক্ত চার আসামী গ্রেফতার

728

ঢাকার দোহারে নুর ইসলাম, তাজুল ইসলাম, মোঃ তামিম ও রফিকুল ইসলাম নামে চার আসামীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। এরা সবাই ওয়ারেন্ট ভুক্ত আসামী বলে জানায় স্থানীয়রা। আসামীরা দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  বিকেলে দোহার থানা এস আই মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে শিলাকোঠা এলাকায় অভিযান পরিচালনা করে নুর ইসলাম, তাজুল ইসলাম, মোঃ তামিম ও রফিকুল ইসলাম নামে চার যুবককে গ্রেফতার করে দোহার থানা পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম শেখ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার শিলাকোঠা গ্রামে অভিযান চালিয়ে নুর ইসলাম,তাজুল,তামিম ও রফিক নামের চার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে দোহার থানা পুলিশ।

আপনার মতামত দিন