শিলাকোঠা ও মেঘুলা মাদ্রাসা জঙ্গী প্রজনন স্থান যাতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিন- রজ্জব মোল্লা

254

শিলাকোঠা ও মেঘুলা মাদ্রাসা যাতে জঙ্গী প্রজনন স্থান যাতে পরিনত না হয় সে দিকে সরকারের সজাগ দৃষ্টি আকর্ষণ করেছেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব মোল্লা। ১৬ ডিসেম্বর দোহার উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধা সংবর্ধনায় তিনি এ কথা বলেন। দোহারের মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে ধীরে ধীরে স্বাধীনতা বিরোধী পাকিস্থানী প্রেতাত্বা জামায়াত শিবিরের ছায়া তলে যে জঙ্গীদের উত্থান হচ্ছে সে ব্যাপারে সরকারকে নজর রাখতে হবে। সেই সাথে দোহারের মেঘুলা মাদ্রাসা ও শিলাকোঠা মাদ্রাসার ছায়াতলে যেন কোন জঙ্গীর উত্থান না হয় সেদিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

দোহারে আওয়ামী লীগের গ্রুপিং উদ্দেশ্য করে রজ্জব মোল্লা আই জি আর এম এ মান্নান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনারা দুই জনে দোহার উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব নিরসনের উদ্দ্যোগ নিন। তা নাহলে স্বাধীনতার বিরোধী শক্তি এই দ্বন্দ্ব থেকে ফায়দা লুটবে বলে তিনি মন্তব্য করেন।

আপনার মতামত দিন