দোহারের তিন জামায়াত শিবির নেতাকর্মী আটক

231

নিউজ৩৯♦ দোহার ও নবাবগঞ্জের তিন জামায়াত শিবির নেতাকর্মীকে আটক করেছে স্থানীয় থানা প্রশাসন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর নিজ বাড়ীর মসজিদের সামনে থেকে আটক করা হয় ইঞ্জিনিয়ার জুবায়ের নামে এক শিবির কর্মীকে। তবে তার পরিবারের অভিযোগ, জুবায়ের একজন ব্যবসায়ী। শুক্রবার ছোট বোনের বিয়ের দিন বিয়ের আসর থেকে সন্দেহের বশবর্তী হয়ে পুলিশ তাকে আটক করেছে।

তবে দোহার থানা পুলিশ জানিয়েছে, জামাত-শিবিরেরে একটি পুরানো মামলায় তাকে আটক করে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এছাড়া রবিবার একই মামলায় অভিযুক্ত আসামী শামীমুল ইসলামকে না পেয়ে তার ছোট ভাই সায়েমকে আটক করেছে পুলিশ। তাকেও এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
এছাড়া রবিবার সকালে নিজ বাসা থেকে আটক হন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও ডি এন কলেজের সাবেক প্রিন্সিপাল হাবিবুর রহমান। বর্তমানে তাকে দোহার থানায় রাখা হয়েছে।

আপনার মতামত দিন