শিকারিপাড়া কলেজের বিজয় মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

519

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের বিজয়সম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও বিজয় মেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কলেজের হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়া।

এসময় তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়াবলেন,নবাবগঞ্জের কোথাও এ পর্যন্ত বিজয় স্তম্ভ নির্মাণ করা হয়নি।এই প্রথম আমাদের কলেজে বিজয়স্তম্ভ নিমার্ণ করা হয়েছে।এ উপলক্ষ্যে ৪ দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

বিজয়স্তম্ভের উদ্বোধন করবেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান। আগামী শনিবার সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় মেলার উদ্বোধন করা হবে।

আপনার মতামত দিন