লটাখোলা আজাহার আলী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

847

দোহার উপজেলার লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৩;৩০ পর্যন্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রভিযোগিতা অনুষ্ঠিত হয়।

লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ পালের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম দাতা সদস্য আব্দুল আজিজ ম্যানেজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, স্কুলের অন্যতম দাতা সদস্য আলহাজ্ব নোয়াব আলী বেপারী, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যন রেজাউল হালিম, সমাজসেবক আলহাজ্ব খোরশেদ আলম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, সিনিয়র শিক্ষক মো,শাহজাহান, কামরুন নাহার, আলতাব হোসেন, বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ ম্যানেজার বলেন,”পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য ভাল রাখার জন্য ছাত্রছাত্রীদের খেলাধুলায়ও ভাল করতে হবে”। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৫০ টি ইভেন্টে বিদ্যালয়ের ৩৫৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

আপনার মতামত দিন