জয়পাড়া বাজারে ১৮ লক্ষ টাকার চোরাই খাদ্যদ্রব্য উদ্ধার

376

স্টাফ রিপোর্টার ♦ দোহার থানা পুলিশ ও নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশ জয়পাড়া বাজার থেকে তাদের যৌথ অভিযানে ১৮ লক্ষ টাকার চোরাই খাদ্যদ্রব্য  উদ্ধার করেছে। গত বুধবার এক গোপন সংবাদের ভিত্তিতে তারা জয়পাড়ায় এক যৌথ অভিযান চালায়।

জানা যায় যে, নারায়ণগেঞ্জর আড়াইহাজার থেকে এক ব্যাবসায়ী ঈদ উপলক্ষ্যে ৩২ ড্রাম পাম ওয়েল ও  চিনি সহ ১৮ লক্ষ টাকার খাদ্য দ্রব্য ক্রয় করে নির্দিষ্ট গন্তব্যে পৌছোনোর জন্য একটি ট্রাক ভাড়া করে। কিন্তু ট্রাকটি ছিনতাই হওয়ার অভিযোগ তুলে মালামাল জয়পাড়া বাজারে নিয়ে আসে। উক্ত মালামাল মেসার্স গোবিন্দ ট্রেডার্সের মালিক গোপাল পাল মাত্র ৪ লক্ষ টাকায় কিনে মজুদ করে রাখে। পরবর্তীতে দোহার থানা পুলিশ ও নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশ এই পণ্যগুলো উদ্ধার করে। এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে বলে জানা গেছে।

আপনার মতামত দিন