রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

11
রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের জনসংযোগ ভবনে র‌্যাকের কার্যালয়ে বিগত কমিটির সদস্যরা নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে দায়িত্ব বুঝিয়ে দেন।

নতুন কমিটির সভাপতি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফকে সদ্য বিদায়ী কমিটির সভাপতি জেমসন মাহবুব ফুল দিয়ে বরণ করার পর দায়িত্ব হস্তান্তর করেন। একইভাবে নতুন সাধারণ সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যার জ্যেষ্ঠ প্রতিবেদক তাবারুল হক ও দফতর সমম্পাদক রামিশ মোল্লাকে ফুল দিয়ে বরণ করে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমেদ দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে র‌্যাকের নতুন ও বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে র‌্যাকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও র‌্যাকের সহসভাপতি আবুল কাশেম ও সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার আলী তালুকদার। এছাড়া কমিটির কোষাধ্যক্ষ আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, দপ্তর সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

অন্য খবর  ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে ও বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন ঘোষণা

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির প্রধান প্রতিবেদক শফিক শাহীন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু, নবরাজের প্রধান প্রতিবেদক রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত দিন