ঢাকার দোহার উপজেলার থানার মোড় এলাকায় রাস্তার মাঝে থাকা বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ শুরু করেছে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে থানার মোড়ে একটি খুঁটি অপসারণ হয়েছে দেখা যায়। চলছে বাকি খুঁটিগুলোর অপসারণের কাজও। ‘রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি, বিড়ম্বনায় পথচারীরা’ শিরোনামে খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে পল্লীবিদ্যুৎ সমিতি ও পৌরসভা কর্তৃপক্ষ। এ ব্যাপারে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর প্রকৌশলী কামাল হোসেন নিউজ৩৯কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রতিদিনের সংবাদনে এই সংবাদটি প্রকাশের পরে পৌরসভা টাকা জমা দিয়ে আবেদন করলে আমরা খুঁটি অপসারণের কাজ শুরু করি। পর্যাযক্রমে রাস্তার মাঝখান থেকে সব খুঁটি অপসারণ করা হবে।’
কৃতজ্ঞতা স্বীকার করে দোহার পৌর মেয়র আব্দুর রহীম মিয়া বলেন, নিউজ৩৯এ খবরটি ছাপা হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। পরে আমরা খুঁটিগুলো অপসারণের জন্য টাকা জমা দিয়ে আবেদন করলে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটিগুলো অপসারণের কাজ শুরু করে।’
পথচারী শামীম আরমান বলেন, এতদিন রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় চলাচলে খুব অসুবিধা হতো। এখন পল্লীবিদ্যুৎ এগুলো সরাতে শুরু করেছে।